হিমালয় কোল ঘেঁষে অবস্থিত তেতুলিয়া উপজেলা। এ উপজেলা ছোট্ট হলেও ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতি বিকাশে অনেক এগিয়ে।এরই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের মধ্যে অত্র উপজেলা ইতোমধ্যে ক্রীড়া ক্ষেত্রে উলেখ্যযোগ্য ভূমিকা রেখেছে। সম্প্রতি অনুষ্ঠিত ১১তম এসএ গেমসে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং ইন্দো-বাংলা গেমস-এ স্বর্ণ পদক প্রাপ্তিসহ বিশ্বের বিভিন্ন দেশে নৈপূণ্যের সাথে অত্র উপজেলার বেশ ক’জন খেলায়াড় জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে খেলা ধুলায় গৌরব ও সুনাম অজর্ন করেছে।
তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত।
প্রতি বছর এ দুটি মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক) গোল্ডকাপ ফুটবল
(খ) মহিলা হ্যান্ডবল
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
o প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়।
o প্রতি বৎসর যুব এবং সিনিয়র ক্রিকেট লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
o তেতুলিয়ার মেয়েরা হ্যান্ডবল লীগে অংশ গ্রহণ করে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে খ্যাতি ও সুনাম অর্জন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস