Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পূন: নিলাম বিজ্ঞপ্তি : তেতুলিয়া উপজেলা পরিষদ চত্বরের মৃত ও ঝড়ে উপড়ে পড়া গাছের আহরিত কাঠ, বল্লী, জ্বালানী
Details

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

তেতুলিয়া, পঞ্চগড়

 

স্মারক নং-০৫.৪৭.৭৭৯০.০০০.০৬.০০৯.১২-৭৫২(৩০)                                  তারিখঃ ১৮/০৮/২০১৩খ্রি.

 

পুনঃ নিলাম বিজ্ঞপ্তি

 

          এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তেতুলিয়া উপজেলা পরিষদ চত্বরের মৃত ও ঝড়ে উপড়ে পড়া গাছের আহরিত কাঠ, বল্লী, জ্বালানী যা উপজেলা নির্বাহী অফিসার,তেতুলিয়া,পঞ্চগড় কার্যালয়ের সামনে কর্তন অবস্থায় রক্ষিত আছে। উক্ত গাছ গুলি নিলামে বিক্রয়ের নিমিত্ত বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, দিনাজপুর কর্তৃক ০৩/০৭/২০১৩ খ্রিঃ তারিখে ২২.০১.০০০০.২৬৫.১৭.০০৩.১৩/২০৫৫ নং স্মারকে গাছের মুল্য নিদ্ধারণ অনুমোদনসহ জেলা প্রশাসক,পঞ্চগড় মহোদয় কর্তৃক ০৪ আগস্ট ২০১৩ তারিখের ৪৬.৪৭.৭৭০০.০১০.০০.০০০.২০১৩-৩৯২ নং স্মারকে উক্ত ঝড়ে পড়া/ বিনষ্টযোগ্য বিভিন্ন প্রজাতির গাছ নিলামে বিক্রয় প্রসত্মাব অনুমোদন পাওয়া গেছে। উক্ত গাছের অংশ সমূহ নিমেণাক্ত শর্ত সাপেক্ষে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হবে। আগ্রহী ডাককারীগণকে আগামী ২২আগস্ট ২০১৩খ্রি. তারিখ বেলা ১১.০০টায় নিমণস্বাক্ষরকারীর অফিস কক্ষে উপস্থিত হয়ে পুনঃনিলাম ডাকে অংশ গ্রহণের অনুরোধ করা হলো।

 

শর্তাবলীঃ

১। সরকারি ডাকের ২০% অর্থ জামানত হিসেবে জমা দিয়ে নিলাম ডাকে অংশ গ্রহণ করতে হবে।

২। সর্বোচ্চ ডাককারীকে ডাকের অবশিষ্ট ৮০% অর্থ এবং ৫% আয়কর ও ১৫%ভ্যাট নিলাম ডাকের ০৭ (সাত) দিনের মধ্যে জমা করতে হবে। অন্যথায় জামানত বাজেয়াপ্তসহ নিলাম ডাক বাতিল করা হবে।

৩। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন ডাক বাতিল বা গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

 

 

 

 

প্রাপকঃ .........................................

         .........................................

              তেতুলিয়া,পঞ্চগড়।

 

(মোঃ মুনিরুজ্জামান)

উপজেলা নির্বাহী অফিসার

তেতুলিয়া, পঞ্চগড়।

 

অনুলিপিঃ সদয় অবগতির জন্য।

১। জেলা প্রশাসক, পঞ্চগড়।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তেতুলিয়া, পঞ্চগড়।

 

অনুলিপিঃ জ্ঞাতার্থে ও কার্যার্থে।

 

১। উপজেলা ........................................... কর্মকর্তা(সংশ্লিষ্ট কমিটির সদস্য), তেতুলিয়া, পঞ্চগড়। তাকে ধার্য তারিখে

    যথাসময়ে নিলাম ডাক পরিচালনার নিমিত্তে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

২। জনাব ........................................................................

    তেতুলিয়া, পঞ্চগড়।

Attachments
Publish Date
20/08/2013