Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ডলফিন সদৃশ প্রাণী আটক
Details

পঞ্চগড়েরতেঁতুলিয়া মহানন্দা নদী থেকে ডলফিন সদৃশ প্রাণি আটক করেছে উত্তর কাশিমগঞ্জগ্রামবাসী। গতকাল সকালে উত্তর কাশিমগঞ্জ গ্রামের পাথর শ্রমিক রাজিব হোসেন, মানিক ও শহিদুল সকালে নদীর ধারে গিয়ে ওই প্রাণিটি দেখে বাঘার অথবা ডলফিনভেবে আটক করেন। পরে গ্রামবাসী মিলে প্রাণিটি একটি পুকুরে এনে ছেড়ে দেন।প্রাণিটি লম্বা প্রায় ৫ ফিট, হাংগরের মত লম্বা ঠোঁটসহ পিঠের উপর ও দু'পাশেপাখনা আছে। পাথর শ্রমিকরা জানান প্রাণিটির ওজন প্রায় দেড় মণ। তবে প্রাণিটিরনিচের সারির ঠোঁট ভেঙ্গে গেছে। প্রাণিটি গ্রামের তৌহিদা খাতুনের পুকুরেছেড়ে দেয়া হয়েছে। তেঁতুলিয়া সদর থেকে ১৮ কিলোমিটার দূরে উত্তর কাশিমগঞ্জগ্রামে প্রাণিটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমছে। তেঁতুলিয়া উপজেলানির্বাহী অফিসার মোঃ মুনিরুজ্জামান গতকাল বিকালে ওই গ্রামে গিয়ে প্রাণিটিদেখে জেলা মৎস্য বিভাগে জানান। কিন্তু গতকাল পর্যন্ত প্রাণিটির সঠিক পরিচয়পাওয়া যায়নি।

Attachments