মহান বিজয় দিবস,২০১২ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্ত্ততিমূলক সভার কার্যবিবরণী
সভাপতি ঃ জনাব মো. মুনিরম্নজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার, তেতুলিয়া, পঞ্চগড়।
তারিখ ঃ ২৭ নভেম্বর, ২০১২খ্রিঃ, সময় ১০.০০টা
স্থান ঃ উপজেলা পরিষদ মিলনায়তন, তেতুলিয়া, পঞ্চগড়।
সভায় উপস্থিত সদস্যগণের নামের তালিকাঃ পরিশিষ্ট ‘ক’
সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। শুরম্নতেই তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় জীবনে এ দিবসের গুরম্নত্ব ও তাৎপর্য তুলে ধরে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। অতঃপর দিবসটির কর্মসূচী সংবলিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১ অক্টোবর, ২০১২ খ্রি. তারিখের ৪৮.০০.০০০০.০০১.৪২.০০১.২০১২-২১নং স্মারক পত্রটি সভায় পাঠ করে শোনান হয়। অতঃপর দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কাজী মাহবুবুর রহমান, ডেপুটি কমান্ডার জনাব হাসান আলী মিঞা, চেয়ারম্যা, উপজেলা পরিষদ জনাব মুক্তারম্নল হক-মুকু, সোনালী ব্যাংক লিঃ তেতুলিয়া শাখার ম্যানেজার জনাব সফিউল ইসলাম, ব্রাক ম্যানেজার,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব ইয়াছিন আলী মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সুলতানা রাজিয়া, ইউপি চেয়ারম্যান জনাব কাজী আনিছুর রহমান, সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমি, আহবায়ক/যুগ্ম আহবায়ক, আওয়ামীলীগ। সকলের পরামর্শের আলোকে জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে তেতুলিয়া উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন কল্পে নিম্নোক্ত কর্মসূচী প্রণয়ন এবং তা বাসত্মবায়নের জন্য নিম্নরম্নপ কমিটি ও উপ-কমিটি সমূহ গঠন করা হয়।
ক্রঃ নং | তারিখ ও সময় | কর্মসূচী | স্থান | বাসত্মবায়নকারী কর্তৃপক্ষ |
---|---|---|---|---|
০১ | ১৬/১২/২০১২ ১২.০১মিনিট | ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা | তেতুলিয়া থানা প্রাঙ্গণ | তোপধ্বনি উপ-কমিটি |
০২ | ১৬/১২/২০১২ ১২.০১মিনিট | পুষ্পসত্মবক অর্পণ | কেন্দ্রীয় শহীদ মিনার। | পুষ্পসত্মবক অর্পণ উপ-কমিটি |
০৩
| ১৬/১২/২০১২ সূর্যোদয়ের সাথে সাথে | জাতীয় পতাকা উত্তোলন | সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্ব-শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান/ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন (সঠিক মাপ, রঙের জাতীয় পতাকা সোজা দন্ডে উত্তোলন করতে হবে) | স্ব-স্ব কর্তৃপক্ষ |
০৪ | ১৬/১২/২০১২ সকাল ০৯.০০টা | আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপেস্ন প্রদর্শন। অংশগ্রহণেঃ মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড। | তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। | সংশিস্নষ্ট উপ-কমিটি।
|
০৫ | ১৬/১২/২০১২ সকাল ১১.০০টা | ক্রীড়া অনুষ্ঠান | তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। | সংশিস্নষ্ট উপ-কমিটি। |
০৬ | ১৬/১২/২০১১ সকাল ১২.০০টা | বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সমত্মানদের সংবর্ধনা | তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ | সংশিস্নষ্ট উপ-কমিটি। |
০৭ | ১৬/১২/২০১২ দিনের সুবিধাজনক সময়ে | জাতির শামিত্ম, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শামিত্ম কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। | মসজিদ,মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়। | সংশিস্নষ্ট উপ-কমিটি।
|
০৮ | ১৬/১২/২০১২ মধ্যাহ্ন ভোজের সময় | হাসপাতাল, এতিম খানা ও লিলস্নাহ বোডিং এ উন্নতমানের খাবার পরিবেশন | হাসপাতাল, এতিম খানা ও লিলস্নাহ বোডিং | সংশিস্নষ্ট প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ |
০৯ | ১৬/১২/২০১২ বেলা ১.০০টা | সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম। | তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ | সংশিস্নষ্ট উপ-কমিটি। |
১১ | ১৬/১২/২০১২ বেলা ২.০০টা | মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান | কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ | সংশিস্নষ্ট উপ-কমিটি। |
১২ | ১৬/১২/২০১২ বেলা ৩.৩০টা | প্রীতি ফুটবলঃ উপজেলা প্রশাসন বনাম সূধী একাদশ | তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ | ক্রীড়া পরিচালনা উপ-কমিটি। |
১৩ | ১৬/১২/২০১২ সন্ধ্যা ৬.০০টা | সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রর্দশন ও পুরস্কার বিতরণী | তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ | সংশিস্নষ্ট উপ-কমিটি। |
১৩। ব্যবস্থাপনা পরিচালক, কাজী এন্ড কাজী টি এষ্টেট, রওশনপুর, তেতুলিয়াকে সংশিস্নষ্ট প্রতিষ্ঠানের পার্ক উন্মুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
১৪। ম্যানেজার, লাভলী টকিজ, ভজনপুর/শামত্মা সিনেমা হল শালবাহান, তেতুলিয়াকে বিনা টিকিটে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
১৫। মহান বিজয় দিবস-২০১২ এর সকল অনুষ্ঠান স্থলে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা তেতুলিয়াকে অনুরোধ করা হলো।
১৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তেতুলিয়াকে মহান বিজয় দিবস-২০১২ এর ক্রীড়ানুষ্ঠানে একজন চিকিৎসক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
১৭। মাঠের পরিবেশ সতেজ সুন্দর রাখার জন্য স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তেতুলিয়াকে তেতুলিয়া পাইলট মাঠ ভিজানোর ব্যবস্থা গ্রহণ করবেন।
১৮। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের বিষয়টি সাধারণ সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মূল কমিটিঃ(পদ মর্যাদার ক্রম অনুসারে নয়)
০১। উপজেলা চেয়ারম্যান, তেতুলিয়া, পঞ্চগড়। উপদেষ্টা
০২। উপজেলা নির্বাহী অফিসার, তেতুলিয়া, পঞ্চগড়। সভাপতি
০৩। ভাইস চেয়ারম্যান, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
০৪। মহিলা ভাইস চেয়ারম্যান, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
০৫। সভাপতি/সম্পাদক, আওয়ামীলীগ/বিএনপি/জাতীয় পার্টি/জাগপা/ জাসদ/কমিউনিস্ট পাটি সদস্য
০৬। উপজেলা পর্যায়ে সকল বিভাগীয় প্রধান, তেতুলিয়া সদস্য
০৭। কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
০৮। ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
০৯। চেয়ারম্যান সকল ইউ,পি, তেতুলিয়া সদস্য
১০। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তেতুলিয়া সদস্য
১১। ম্যানেজার সকল ব্যাংক, তেতুলিয়া সদস্য
১২। ব্যবস্থাপনা পরিচালক, কাজী ফার্মস/কাজী এন্ড কাজী টি এস্টেট/টিটিসিএল/ম্যাক্স গ্রম্নপ/
আগা ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স/ডাহুক টি এস্টেট/ ময়নাগুড়ি টি এস্টেট/
হক টি এস্টেট/পঞ্চগড় টি এস্টেট/গেটকো টি ফ্যাকটরী/নাহিদ টি এস্টেট/গ্রীণ কেয়ার টি এস্টেট/
পঞ্চগড় টি এস্টেট/হারম্নণ গ্রম্নপ/ আনোয়ার গ্রম্নপ/গোল্ডেন টাওয়ার/রয়েস এগ্রো/ তমা কন্সট্রাকশন/
তেতুলিয়া এ্যাগস্ লিঃ/জেমকন লিঃ/গেস্নাব খামার লিঃ/
নৌচালী এগ্রো লিঃ, ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাঃ লিঃ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
১৩। সহকারী ইÿু উন্নয়ন কর্মকর্তা, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
১৪। সকল এনজিও প্রধান, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
১৫। সভাপতি/সম্পাদক, মাধ্যমিক শিক্ষক সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
১৬। সভাপতি/সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
১৭। সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
১৮। সভাপতি/সম্পাদক, প্রেস ক্লাব তেতুলিয়া/উপজেলা প্রেসক্লাব সদস্য
১৯। সভাপতি/সম্পাদক, ঠিকাদার সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২০। সভাপতি/সম্পাদক, সার ব্যবসায়ী সমিতি সদস্য
২১। সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২২। সভাপতি/সম্পাদক, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমন্বয় পরিষদ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৩। সম্পাদক, সংগীত বিদ্যালয়, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৪। সভাপতি/সম্পাদক, চাউল কল মালিক সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৫। সভাপতি/সম্পাদক, সকল বণিক সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৬। সভাপতি/সম্পাদক, মটর মালিক সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৭। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সকল, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৮। সভাপতি/সম্পাদক, পাথর বালি সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
২৯। সভাপতি/সম্পাদক, রিক্সা-ভ্যান চালক সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩০। সভাপতি/সম্পাদক, পরিবহণ শ্রমিক ইউনিয়ন, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩১। সভাপতি/সম্পাদক, ইমাম সমিতি, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩২। সভাপতি/সম্পাদক, তেতুলিয়া শিব মন্দির/ দর্জিপাড়া গীর্জা, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩৩। ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩৪। ইমাম, বাস টার্মিনাল জামে জামে মসজিদ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩৫। ইমাম, কেন্দ্রীয় জামে জামে মসজিদ, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩৬। জনাব আতাউর রহমান,সহকারি অধ্যাপক,কাশাবাউবি ও কলেজ সদস্য
৩৭। জনাব মো. আতিয়ার রহমান, খয়খাটপাড়া, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৩৮। জনাব শাহাদত হোসেন রনজু, সাবেক ক্রীড়া সম্পাদক সদস্য
৩৯। জনাব সর্দার আফতাব উদ্দিন, ইসলামপুর, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৪০। জনাব তাজিরম্নল ইসলাম তাজু, তেতুলিয়া, পঞ্চগড়। সদস্য
৪১। জনাব খন্দকার সামসুজ্জামান নাহিদ, আহবায়ক, আমরা মুক্তিযোদ্ধার সমত্মান সদস্য
৪২। জনাব খন্দকার আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমন্বয়কারী
উপ-কমিটি সমূহঃ
তোপধ্বনি উপ- কমিটিঃ (পদ মর্যাদার ক্রম অনুসারে নয়)
১। অফিসার ইনচার্জ, তেতুলিয়া থানা, তেতুলিয়া, পঞ্চগড় আহবায়ক
২। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
৩। কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
৪। সভাপতি/সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ সদস্য
৫। আহবায়ক/যুগ্ম আহবায়ক, উপজেলা আওয়ামী লীগ সদস্য
প্রচার ও কুচ-কাওয়াজ অনুষ্ঠানের ধারা বিবরণী উপ-কমিটিঃ (পদ মর্যাদার ক্রম অনুসারে নয়)
০১। প্রধান শিক্ষক, তেতুলিয়া মডেল স.প্রা.বিদ্যালয়, তেতুলিয়া, পঞ্চগড় আহবায়ক
০২। জনাব ফজলুল করিম, প্রধান শিক্ষক, মাথাফাটা স.প্রা.বি, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
০৩। জনাব মোঃ আকরাম হোসেন জাকারিয়া, স.শি, মাথাফাটা স.প্রা.বি, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
০৪। জনাব শাহ্ আজিজুর রহমান (লিটন), সহঃ শিঃ, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
০৫। জনাব ফজলুল করিম সহঃ শিঃ, তেতুলিয়া পাইলট উ.বি, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
০৬। জনাব রফিকুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক, আজিজ নগর উচ্চ বিদ্যালয় সদস্য
০৭। জনাব মোঃ মোজাফ্ফর হোসেন, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
০৮। জনাব মোঃ আব্দুল হাকিম, সম্পাদক, বা.ছা.লীগ, তেতুলিয়া উপজেলা শাখা সদস্য
ধারা বর্ণনায়
০১। জনাব মোঃ আকরাম হোসেন জাকারিয়া, স.শি, মাথাফাটা স.প্রা.বি, তেতুলিয়া, পঞ্চগড় সমন্বয়কারী
০২। জনাব শাহ্ আজিজুর রহমান (লিটন), সহঃ শিঃ, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
মাঠ সজ্জা উপ-কমিটিঃ (পদ মর্যাদার ক্রম অনুসারে নয়)
০১। প্রধান শিক্ষক, তেতুলিয়া পাইলট উ.বি, তেতুলিয়া, পঞ্চগড় আহবায়ক
০২। জনাব শফিউদ্দিন শেখ, উপজেলা নির্বাচন অফিসার, তেতুলিয়া সমন্বয়কারী
০৩। চেয়ারম্যান, তেতুলিয়া/শালবাহন ইউ,পি, তেতুলিয়া, পঞ্চগড় সদস্য
০৪। প্রধান শিক্ষক, তেতুলিয়া মডেল স.প্রা.বিদ্যালয়, তেতুলিয়া, পঞ্চগড় &
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS