Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগামী ২৮ এবং ২৯ অক্টোবর/২০১৪ খ্রি. রোজ মঙ্গল ও বুধবার উপজেলা পরিষদের মাসিক সভার আহবান ।
Details

 নিম্ন বর্ণিত সময় সূচী অনুযায়ী উপজেলা পর্যায়ের নিম্নলিখিত সভাসমূহ উপজেলা পরিষদ মিলনায়তন, তেতুলিয়া অনুষ্ঠিত হবে। ধার্য তারিখ ও সময়ে নির্ধারিত সভার সম্মনিত সদস্যগণকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ক্র: নং

সভা সমূহের নাম

ধায তারিখ

সময়

উপজেলা ‘‘সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ কামিটি’’

২৮ অক্টোবর,২০১৪খ্রি. রোজ সঙ্গলবার

সকাল ১০.০০ টা

উপজেলা আইন শৃঙখালা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

২৮ অক্টোবর,২০১৪খ্রি. রোজ সঙ্গলবার

সকাল ১১.০০ টা

উপজেলা যৌতুক নিরোধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

২৮ অক্টোবর,২০১৪খ্রি. রোজ সঙ্গলবার

সকাল ১১.৩০ টা

উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

২৮ অক্টোবর,২০১৪খ্রি. রোজ সঙ্গলবার

সকাল ১২.০০ টা

উপজেলা নির্বাহী অফিসার (ভা.)

তেঁতুলিয়া,পঞ্চগড়।

 

উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ অক্টোবর ২০১৪ খ্রি. তারিখ বুধবার সকাল ১১.০০টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদে মাসিক সভা উপজেলা পরিষদ মিলনাতয়নে নিম্নস্বাক্ষরকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

উক্ত তারিখে যথাসময়ে সম্মানিত সদস্যগণকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

(মো. রেজাউল করিম শাহিন)

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

তেঁতুলিয়া,পঞ্জগড়।

Attachments
Publish Date
27/10/2014