নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি বিধি মোতাবেক পাগলীডাংগী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, গ্রাম- পাগলীডাংগী, ডাকঘর-বাংলাবান্ধা, উপজেলা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়। প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান), সহকারি শিক্ষক (ইংরেজি), সহকারি শিক্ষক কৃষি/গার্হ্যস্থ, সহকারি শিক্ষক ইসলাম ধর্ম, সহকারি শিক্ষক শরীর চর্চা, নিম্নমান সহকারি-কাম-কম্পিউটার অপারেটর, এমএলএসএস (প্রতি পদে ১ জন করে) নিয়োগ করা হবে। নিবন্ধনধারী/ইনডেক্সধারী আগ্রহী প্রার্থীদেরকে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, নিবন্ধন সনদের সত্যায়িত কপি, ইনডেক্সধারীদের ক্ষেত্রে ১ম ও সর্বশেষ এম.পি.ও এর সত্যায়িত ফটো কপিসহ সোনালী ব্যাংক লিঃ এর শাখা হতে নিম্নস্বাক্ষরকারীর অনুকূলে শিক্ষক পদে ৩০০/- (তিনশত) টাকা, ৩য় ও ৪র্থ শ্রেণী পদে ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা পে-অর্ডার (অফেরৎতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন পৌছাতে হবে।
(মো.মুনিরুজ্জামান)
উপজেলা নির্বাহী অফিসার
তেঁতুলিয়া, পঞ্চগড়।
ও
সভাপতি
পাগলীডাংগী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,অর্গানাইজিং কমিটি
তেঁতুলিয়া, পঞ্চগড়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS