Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিয়োগ বিজ্ঞপ্তি
Details

নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধি মোতাবেক পাগলীডাংগী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, গ্রাম- পাগলীডাংগী, ডাকঘর-বাংলাবান্ধা, উপজেলা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়। প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান), সহকারি শিক্ষক (ইংরেজি), সহকারি শিক্ষক কৃষি/গার্হ্যস্থ, সহকারি শিক্ষক ইসলাম ধর্ম, সহকারি শিক্ষক শরীর চর্চা, নিম্নমান সহকারি-কাম-কম্পিউটার অপারেটর, এমএলএসএস (প্রতি পদে ১ জন করে) নিয়োগ করা হবে। নিবন্ধনধারী/ইনডেক্সধারী আগ্রহী প্রার্থীদেরকে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, নিবন্ধন সনদের সত্যায়িত কপি, ইনডেক্সধারীদের ক্ষেত্রে ১ম ও সর্বশেষ এম.পি.ও এর সত্যায়িত ফটো কপিসহ সোনালী ব্যাংক লিঃ এর শাখা হতে নিম্নস্বাক্ষরকারীর অনুকূলে শিক্ষক পদে ৩০০/- (তিনশত) টাকা, ৩য় ও ৪র্থ শ্রেণী পদে ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা পে-অর্ডার (অফেরৎতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন পৌছাতে হবে।

 

(মো.মুনিরুজ্জামান)

উপজেলা নির্বাহী অফিসার

তেঁতুলিয়া, পঞ্চগড়।

সভাপতি

পাগলীডাংগী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,অর্গানাইজিং কমিটি

                                                                                      তেঁতুলিয়া, পঞ্চগড়।

Attachments
Publish Date
05/01/2013